এবার ডেলি কালেকশন শুরু করছে সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক

আশিস মণ্ডল, রামপুরহাট, ২৭ সেপ্টেম্বর: ব্যাঙ্কের আয় বাড়াতে এবার থেকে ডেলি কালেকশন শুরু করতে চলেছে রামপুরহাট সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক। নিজস্ব তহবিল বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ব্যাঙ্কের পরিচালন সমিতির চেয়ারম্যান ত্রিদিব ভট্টাচার্য। তাঁর দাবি আয় ব্যয়ে এই ব্যাঙ্ক এবার রাজ্যে প্রথমস্থান অধিকার করেছে। গ্রামীণ উন্নয়নে রামপুরহাট সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের ভূমিকা অনস্বীকার্য। কিছুদিন এই ব্যাঙ্ক রুগ্ন অবস্থায় চললেও বর্তমানে লাভজনক অবস্থায় এসে দাঁড়িয়েছে। রবিবার ব্যাঙ্কের ৪০ তম বার্ষিক সাধারণ সভায় এমনটাই জানালেন চেয়ারম্যান ত্রিদিব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবু জাহের রানা, সিইও নইমুর হোসেন।

সভা শেষে সাংবাদিক সম্মেলনে ত্রিদিববাবু বলেন, “এই রুগ্ন ব্যাঙ্ক আমরা ক্ষমতায় আসার পর ব্যাঙ্কের যথেষ্ট উন্নয়ন হয়েছে। রাজ্যে ২৬ টি এমন ব্যাঙ্কে টপকে বর্তমানে ব্যাঙ্কের ঋণ আদায়ে সর্বপ্রথম। বিগত বছরে ব্যাঙ্ক গ্রামোন্নয়নে ১০ হাজার পরিবারকে ২৫ কোটি টাকা ঋণদান করা হয়েছে। ৭৭.২৪ শতাংশ ঋণ আদায় করা হয়েছে। যা রাজ্যে রেকর্ড। ব্যাঙ্কের উন্নয়নে রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল ছয় লক্ষ টাকা অনুদান দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছ থেকে ৫ কোটি টাকা পাচ্ছে ব্যাঙ্ক। আমাদের ব্যাঙ্ক চক্রবৃদ্ধি হারে সুদ নেয় না। আগামী দিনে বেশি করে মানুষদের ঋণ দিতে চাই। এছাড়া ব্যাঙ্কের কর্মীদের পেনশনের ব্যবস্থা করা হয়েছে। ব্যাঙ্কের নিজস্ব তহবিল বাড়াতে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে আমরা খুব তাড়াতাড়ি ডেলি কালেকশন শুরু করব। তাতে ব্যাঙ্কের আরও উন্নতি হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *