
জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জুলাই:
মেদিনীপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-র উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য সচেতনতা বিষয়ক শিবির। মেদিনীপুর শহরের পাটনা বাজার এলাকায় আয়োজিত শিবিরে করোনা সচেতনতা বিষয়ে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি পালস অক্সিমিটারের সাহায্যে রক্তে অক্সিজেনের মাত্রা এবং ব্লাড প্রেসার পরীক্ষা করা হয়।
শিবিরে বহু সংখ্যক মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরে এই সচেতনতা শিবিরে অংশ নেন এবং রক্তে অক্সিজেনের মাত্রা ও রক্ত চাপ পরীক্ষা করান। স্বাস্থ্য বিধি মেনে সবার সহযোগিতায় কর্মসূচি সুষ্ঠুভাবে ভাবে সম্পন্ন হওয়ায় এলাকার দলীয় নেতৃত্ব মোহন দাস সমগ্র এলাকাবাসীকে ধন্যবাদ জানান।