অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ জুন: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিনিয়ত বেড়েই চলেছে। তাই করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য গোপীবল্লভপুর থানার উদ্যোগে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের মদনশোল গ্রামে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। এদিন এই সচেতনতা শিবিরে গোপীবল্লভপুর থানার এসআই তরুণ কুমার দে গ্রামবাসীদের বোঝান করোনা ভাইরাসের বিরুদ্ধে কি ভাবে লড়তে হবে। গোপীবল্লভপুর থানার এই ধরনের উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।