করোনায় বিশ্বে দৈনিক মৃত্যুর প্রতি ৪ জনের মধ্যে এক জন ভারতের

আমাদের ভারত, ৩০ এপ্রিল: ভারতে অতিমারীর এই যুদ্ধ কবে থামবে তার কোন উত্তর নেই এখনও পর্যন্ত। তবে সংক্রমনের সাথে মৃত্যুর হার যেভাবে বেড়ে চলেছে তাতে আন্তর্জাতিক মহলেও আতঙ্ক ছড়িয়েছে। কারণ এই মুহূর্তে যে মৃত্যুর হার বাড়ছে তা গোটা বিশ্বে তার ২৫ শতাংশই ভারতে ঘটছে। ২৮ এপ্রিল পর্যন্ত যে হিসেব দেখা যাচ্ছে তাতে দেখা গেছে, বিশ্বজুড়ে মোট ১২ হাজার ৩০৩জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ভারতেই ৩২৯৩ জন রয়েছেন। অর্থাৎ প্রতিদিন বিশ্বে করোনায় যত জনের মৃত্যু হচ্ছে তার মত তার প্রতি চারজনের মধ্যে একজন ভারতের।

করোনার দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় টালমাটাল অবস্থা ভারতের। এখনো পর্যন্ত ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এখানে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জনের।

বুধবার থেকেই দৈনিক মৃত্যু হার ৩০০০ এর‌ সীমা পার করে ফেলেছে। তার মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতির সবচেয়ে ভয়ানক। সেখানে দৈনিক মৃত্যু ১ হাজার ছাড়িয়েছে।

মৃত্যুর নিরিখে এই মুহূর্তে বিশ্ব তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত।শীর্ষস্থানে আমেরিকা। দ্বিতীয় স্থানে ব্রাজিল। তৃতীয় স্থানে মেক্সিকো এবং পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *