সকালে মর্মান্তিক দুর্ঘটনা! করোনা আতঙ্কে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৪, আশঙ্কাজনক ৬ জন 

আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ মার্চ: সোমবার সকালে বেলদা থানার নেকুড়সেনিতে ৬০ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘটনা হয়। দুর্ঘটনায়  ৪ চারজনের  মৃত্যু হয়েছে, আশঙ্কাজনক আরও ৬ জন।

জানা গিয়েছে, খড়্গপুরের দিক থেকে ওড়িশাগামী একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা মারে একটি পণ্যবাহী লরি। সেই সময় প্রাইভেট গাড়ির সামনে হঠাত একটি গরু চলে আসে। একটি গরুকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারটি ব্রেক মারলে পিছনে আসা লরিটি সজোরে ধাক্কা মারেl এর ফলে গাড়িটি কয়েকবার উলটে গিয়ে রাস্তার ধারে পড়ে। গাড়ি ৯ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যায়, বাকি যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে গাড়িটি কলকাতা থেকে জলেশ্বর যাচ্ছিল। কলকাতায় করোনা আতঙ্কের ফলে লকডাউন হওয়ায়র ঘোষণায় থাকা-খাওয়ার সমস্যার কথা ভেবে ওই নয় জন কলকাতা থেকে বালেশ্বরে বাড়ি ফিরছিলেন। কিন্তু দাঁতন থানার নেকুড়সেনির কাছে জাতীয় সড়কের ওপর এই ভাবে মর্মান্তিক দুর্ঘটনায় পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুরো ফিল্মি কায়দায় গাড়িটি উল্টে যায় এবং  গাড়ির জানালা দিয়ে দুজনকে ছিটকে পড়তেও দেখেন তারা।
এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ ধরে যানজট তৈরি হয় বেলদা–দাঁতন ৬০ নম্বর রাজ্য সড়কে। দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরে ন্যাশনাল হাইওয়ে অথরিটি ব্রেকডাউন কার এনে গাড়িটিকে  সরিয়ে নিয়ে যায়। বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি আহত – ৬ জনের মধ্যে সুরেন্দ্র নাথ দাস, রমাকান্ত দাস, অমর কুমার দাস ও মদন মোহন মিশ্রের নাম জানা গেছেl

মৃত-৪ জনের নাম জানা যায়নি। কলকাতাতে সবাই পুরোহিতের কাজ করতেন। পুরো কলকাতায় আজ বিকেল থেকে লকডাউন হ‌ওয়ার জন্য সবাই একটি প্রাইভেট গাড়িতে ওড়িশার বাড়িতে ফিরে যাচ্ছিলেন।আহত ৬ জনের মধ্যে ৪ জনকে বেলদা গ্রামীণ হাসপাতালে ও ২ জনকে দাঁতন গ্রামীণ হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here