করোনা মুক্ত উলুবেড়িয়া পুরসভা এলাকা

আমাদের ভারত, হাওড়, ৫ ফেব্রুয়ারি: উলুবেড়িয়া পুরসভা এলাকাকে করোনা মুক্ত হিসেবে ঘোষণা করা হল। শুক্রবার উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস ৩২টি ওয়ার্ড বিশিষ্ট উলুবেড়িয়া পুরসভাকে করোনা মুক্ত হিসেবে ঘোষণা করেন। যদিও করোনা সচেতনতায় সকলকে মাস্ক পরা, স্যানিটাইজ করার পাশাপাশি সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়।

গত মার্চ মাস থেকে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি উলুবেড়িয়া পুরসভা এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পায়। এদিকে পুর এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কোমর বেঁধে মাঠে নামে উলুবেড়িয়া পুরসভা। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতাল নির্দিষ্ট করার পাশাপাশি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে সেফ হোম তৈরি করা হয়। এর পাশাপাশি ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য পৃথক ব্যাবস্থা করা হয়। এছাড়াও পুরসভার পক্ষ থেকে নিয়মিত এলাকা স্যানিটাইজ করা এবং পুরসভা ও প্রশাসনের পক্ষ থেকে করোনা সচেতনতায় প্রচার চালানো হয়।

উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, মার্চ মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত পুর এলাকায় ৬৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। পুরসভা সূত্রে খবর, গত ২০ জানুয়ারির পর থেকে পুর এলাকায় নতুন করে করোনা আক্রান্তের খোঁজ না মেলায় উলুবেড়িয়া পুরসভা এলাকাকে করোনা মুক্ত হিসেবে ঘোষণা করা হল।

এই বিষয়ে উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল এটা। তবে এখনোও আমাদের সতর্ক থাকতে হবে এবং সরকারের নির্দেশ মেনে চলতে হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here