স্বস্তি দায়ক দেশের করোনা গ্রাফ! কমছে দৈনিক সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার

আমাদের ভারত,২৩ অক্টোবর: করোনার দৈনিক সংক্রমণ কমছে। বাড়ছে সুস্থ হয়ে বাড়ি ফেরার রোগীর সংখ্যা। পরপর চার দিন ৬০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন বলছে শেষ ২৪ ঘন্টায় নতুন করে কোভিড পজিটিভ ৫৪ হাজার। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ লক্ষ্য ৬১ হাজার ৩১২।সেখানে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৩ হাজার ৯৭৯ জন।

পরিসংখ্যান বলছে দৈনিক আক্রান্তের সংখ্যার চেয়ে দৈনিক সুস্থ হবার সংখ্যা অনেকটাই বেশি। বিশেষজ্ঞদের মতে এটাই স্বস্তিদায়ক।

পরিসংখ্যান অনুযায়ী মোট সুস্থতার সংখ্যা ৬৯ লাখ ৪৮ হাজার ৪৯৭ জন। কমেছে মৃতের সংখ্যাও। করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৯০ জনের। এখনো পর্যন্ত দেশে সুস্থতার হার ৮৯.৫৩ শতাংশ। অ্যাক্টিভ রোগীর সংখ্যা নেমেছে ৭ লাখের নিচে। তবে এই উৎসবের মরশুমে আক্রান্তে সংখ্যা বাড়ার আশঙ্কা করেছেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *