আনলকে বাড়ছে করোনা, মুখ্যমন্ত্রীর ওপর দায় চাপিয়ে ফের তোপ রাজ্যপালের

রাজেন রায়, কলকাতা, ৭ জুন: আনলক ওয়ানের শুরুতেই দেশজুড়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। এই তালিকায় বাদ নেই পশ্চিমবঙ্গেরও। রাজ্য যতই অপরিকল্পিত ভাবে পরিযায়ী শ্রমিক পাঠিয়ে কেন্দ্রকে দায়ী করুক, করোনা পরিস্থিতির এই বাড়বাড়ন্তের জন্য রবিবার মুখ্যমন্ত্রীকেই ফের টুইটের খোঁচা দিলেন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর পরামর্শ, মানুষের কথা ভেবে রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যবস্থা নিন।

রাজ্যপাল ট্যুইটে লিখেছেন, ‘আনলক শুরু হতে যেভাবে রাজ্যে করোনা আক্রান্তের ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে তা রীতিমতো উদ্বেগজনক। ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত যা পরিস্থিতি, তা সকলের চোখ খুলে দিয়েছে। ৩১ মে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫,৫০১ জন,মৃত ২৫৩ জন। ৬ জুন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭৭৩৮ জন। ৬ জুন, রাজ্যে সর্বাধিক আক্রান্তের ঘটনা ঘটেছে।’

এরপর রাজ্যপাল পরামর্শ দিয়েছেন, ‘বড়সড় বিপর্যয় আটকাতে অবিলম্বে ব্যবস্থা নিন। এমন পরিস্থিতিতে কড়া ব্যবস্থা নেওয়া দরকার। এমন অবস্থায় রাজনীতি কোনভাবেই কাম্য নয়। সাধারণ মানুষের কথা মাথায় রেখে রাজনীতির ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।’

সম্প্রতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্যপালের সঙ্গে রাজ্যের বিরোধ চরমে উঠেছিল। তাতে অবশ্য রাজ্যপাল পরে বিতর্কে নিজেই জল ঢেলে দিয়েছিলেন। এবার করোনা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে সতর্ক করলেন রাজ্যপাল।

শুধু মুখ্যমন্ত্রীকে সতর্ক করেই রাজ্যপালের ট্যুইট থেমে থাকেনি। রবিবার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও খোঁচা দেন রাজ্যপাল। ট্যুইট করে রাজ্যপাল বলেন, “করোনা টেস্টের কত সংখ্যক রিপোর্ট এখনও অপ্রকাশিত রয়েছে, তা এখনও প্রকাশ হয়নি। এটা কি স্বচ্ছতার উদাহরণ! রিপোর্ট প্রকাশের দেরি হওয়ায় টেস্টের ব্যর্থতা নষ্ট হয়ে যায়। শেষ ৬ দিনের করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা উদ্বেগের পরিস্থিতি বাড়াচ্ছে।” সম্প্রতি করোনা টেস্টের ৪০০০০ রিপোর্ট প্রকাশ হয়নি । তা নিয়ে কিছুদিন আগে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। শুধু তাই নয়, সময়ের মধ্যে করোনা টেস্টের রিপোর্ট প্রকাশিত না হলে বা রিপোর্ট না দেওয়া হলে তাতে আক্রান্ত বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে ট্যুইটও করেছিলেন রাজ্যপাল। সে নিয়ে এদিন তিনি তৃণমূলের সাংসদের কাছে জবাব চেয়েছেন তিনি। যদিও রাজ্যে গত ৬ দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়াতে রাজ্যে ক্রমশই উদ্বেগের পরিস্থিতি তৈরি হচ্ছে, তা নিয়েই এ দিন ট্যুইট করে তাঁর মনোভাব বুঝিয়ে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here