কোভিড হাসপাতাল থেকে নিখোঁজ করোনা আক্রান্ত রোগী  

ছবি: সিসিটিভিতে ধরা পড়েছে পালানোর ছবি।
আমাদের ভারত, হাওড়া, ১৬ অক্টোবর: কোভিড হাসপাতাল থেকে এক করোনারোগী নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে। বুধবার রাতের এই ঘটনায় নিখোঁজ রোগীর পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ উলুবেড়িয থানায় অভিযোগ দায়ের করেছে।

জানা গেছে, রাজাপুর থানার বাসিন্দা বছর ২৬ এর এক যুবক করোনা আক্রান্ত হয়ে সোমবার প্রথমে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে ভর্তি হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাত থেকে আচমকা নিখোঁজ হয়ে যায় ওই যুবক। বৃহস্পতিবার সকালে যুবকের নিখোঁজের খবর তার পরিবারের কাছে পৌঁছাতে ক্ষোভে ফেটে পড়ে যুবকের আত্মীয়রা। তারা হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ, বুধবার রাত দশটা নাগাদ ফোনে তাদের বাড়ির ছেলের সঙ্গে কথা হলেও তারপর থেকে তার ফোন সুইচ অফ হয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে তার নিখোঁজের খবর পাওয়া যায়। নিখোঁজ যুবকের পরিবারের অভিযোগ হাসপাতালে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে কিভাবে ওই যুবক হাসপাতাল থেকে বেরিয়ে গেল।

হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া রোগী সম্পর্কে সঞ্জীবন হাসপাতালের ডিরেক্টর ডক্টর শুভাশিষ মিত্র জানান হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গেছে বুধবার রাত বারোটা নাগাদ সাধারণ পোশাক পড়ে ওই যুবক হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে। তার দাবি, যুবকের গায়ে সাধারণ পোশাক দেখে নিরাপত্তারক্ষীরা রোগীর পরিবারের সদস্য ভেবে কিছু বলেনি বা জিজ্ঞাসা করেনি। তার দাবি ওই যুবক মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তবে সে হাসপাতালের সামনে দিয়ে যায়নি বলেও দাবি করেন ডাক্তার শুভাশিষ মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *