করোনাকে বিপর্যয় ঘোষণা করল সরকার, মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা

আমাদের ভারত,১৪ মার্চ:করোনাকে নোটিফাইড ডিজাস্টার বা বিপর্যয় বলে ঘোষণা করল কেন্দ্র সরকার। করোনা মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। শনিবার সকালে মহারাষ্ট্রের নতুন করে দুজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। করোনা নিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে সন্ধ্যেবেলায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে।

দিল্লি ও হরিয়ানা সরকার করোনাকে মহামারী ঘোষণা করেছে। মহারাষ্ট্র, রাজস্থান,কর্নাটকের সমস্ত স্কুল, সুইমিংপুল, পার্ক বন্ধ রাখার নির্দেশ জারি করেছে সরকার। এদিকে শনিবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ সরকারও বলে দিয়েছে সোমবার থেকে আগামী ৩১মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here