আটকানো গেল না, ৬ ভারতীয়র শরীরে পাওয়া গেল করোনার নতুন স্ট্রেন

আমাদের ভারত, ২৯ ডিসেম্বর: শেষ রক্ষা আর হলো না আটকানো গেলো না। ৬ ভারতীয়র শরীরে পাওয়া গেল করোনা ভাইরাসের নতুন স্ট্রেন। সম্প্রতি ব্রিটেনের থেকে ফিরেছেন ওই ছয়জন। বিশ্বজুড়ে করোনার আতঙ্ক রয়েছেই। তার মাঝে করোনার এই নতুন স্ট্রেনের সন্ধান পাওয়ায় মানুষের আতঙ্ক আরও বেড়েছে। যে ৬ জনের শরীরে নতুন করোনার স্ট্রেন পাওয়া গেছে তার মধ্যে তিনজন ব্যাঙ্গালুরুর, দুজন হায়দ্রাবাদের, একজন পুনের। ইতিমধ্যেই ছয় জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

করোনার এই নতুন প্রজাতির নিয়ে গোটা বিশ্ব নতুন করে আতঙ্কিত। সংক্রমণ ঠেকাতে অনেক জায়গাতেই নতুন করে লকডাউনও ঘোষিত হয়েছে। ভারত ব্রিটেনের সাথে বিমান যোগাযোগ বন্ধ করেছে, এই সংক্রমণ আটকানোর জন্যই। কিন্তু শেষ পর্যন্ত আর আটকানো গেল না।

যাদের শরীরে এই করোনা ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া গেছে তাদের সহযাত্রীদের ইতিমধ্যেই খোঁজ করা শুরু হয়েছে। গত ২৫ নভেম্বর থেকে ২৩ শে ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ৩৩ হাজার যাত্রী ভারতে ফিরেছেন। যাদের মধ্যে ১১৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। তাদের শরীরের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়। এদের মধ্যে ৬ জনের শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন।

এদিকে সোমবার থেকে করোনা ভ্যাকসিনের ড্রাই রান শুরু হয়েছে দেশের চার রাজ্যে। অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট ও অসমে দুদিন ধরে এই ভ্যাকসিনের ড্রাই রান চলবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here