করোনা নাকি খাদ্য সঙ্কট, কোন আতঙ্ক গ্রাস করছে মানুষকে!

আমাদের ভারত, হুগলী, ২৫ মার্চ: প্রথমে জনতা কার্ফু, এরপর রাজ্যে লকডাউন। তারপর দেশ জুড়ে লকডাউনের ঘোষণা হতেই চাল, ডাল, নুন, তেল কিনতে ভিড় দোকানে বাজারে। বুধবার সকাল থেকে একই ছবি হুগলী জেলা জুড়ে। যে যেরকম পাচ্ছেন সংগ্রহ করছেন সংসারের প্রয়োজনীয় সামগ্রী। আর এর পরিস্থিতির পিছনে রোগের থেকেও খাদ্যসংকটের ভয় যে কাজ করছে তাও স্পষ্ট সাধারণ মানুষের কথাতেই। সবাই ভাবছেন যদি না খেয়ে মরতে হয়! এই ভাবনা যে খুব অমূলক তাও নয়। একদিকে লকডাউনের জেরে যেমন যানচলাচল বন্ধ তেমনই কাঁচা সবজির বাজার ছাড়া বাকি জিনিসপত্রের জোগান বাজারে কমছে। তার ওপর যে যেমন পারছেন মালপত্র ঘর বোঝাই করার ফলে বাড়ছে জিনিসের দাম। দোকান গুলি বন্ধ করে দেওয়ার ফলে একটি বা দুটি দোকানে যা রয়েছে সেখান থেকে প্রয়োজনের তুলনায় একটু বেশী করেই জিনিস নিয়ে রাখছেন সাধারণ মানুষ। বেড়েছে ডিম, চাল সহ অন্যান্য জিনিসের দামও।

সকাল হতেই এক যায়গায় বেশি মানুষের জমায়েত উপেক্ষা করেই তাই বাজার দোকানমুখী মানুষজন। এবিষয়ে ব্যবসাদার থেকে সাধারণ মানুষ সকলেরই আবেদন শুধু বাজারে পুলিশ না ঘুরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যোগান বাজারে যাতে ঠিক থাকে তার ব্যবস্থা করা হোক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here