করোনা আতঙ্কে স্কুলে শিশুদের পরানো হল মাক্স ও গ্লাভস

আমাদের ভারত, হাওড়া, ৬ মার্চ: ইতিমধ্যেই করোনা আতঙ্ক পৃথিবীর বিভিন্ন দেশের পরে ছড়িয়ে পড়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের। আর তা থেকে বাদ গেলো না হাওড়া। আজ দক্ষিণ হাওড়ার এক স্কুলে পড়ুয়া থেকে শিক্ষক সকলকে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দেওয়া হয় মাক্স ও গ্লাভস।

এই প্রাথমিক স্কুলে শতাধিকের উপড়ে রয়েছে ছোট ছোট শিশু। তাদের সংক্রমণের সম্ভাবনা থাকে বেশি। অন্যদিকে স্কুলেই তৈরি হয় তাদের মিড ডে মিল। তাই সকল শিক্ষক – শিক্ষিকা এবং স্কুলের শিক্ষাকর্মীদের পড়ানো হয় সেগুলো। একই সঙ্গে ছাত্রদের বোঝানো হয় তার কি ভাবে নিজে ও নিজেদের পরিবারের লোকেদের সুরক্ষিত রাখতে পারে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here