সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২২ জুলাই: পুরুলিয়া শহর সহ জেলায় ক্রমশ বেড়েই চলেছে কোভিড-১৯- এ আক্রান্তের সংখ্যা। পুরুলিয়া শহরে আক্রান্তের তালিকায় যুক্ত হল বাঘমুন্ডি থানার পুলিশও। এদিন দুই জনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এই ঘটনার পর আরো সতর্ক হয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। বাঘমুন্ডি থানা চত্বরকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে পুরুলিয়া জেলা প্রশাসন। যদিও এর আগে একাদশ পুলিশ বলের জওয়ান আক্রান্ত হয়েছিলেন।
এদিনের জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী সব মিলিয়ে এখন পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা হল ১৪৯ জন। এঁদের মধ্যে ৪৩ জন একটিভ। বাকি ১০৬ জন করোনা মুক্ত আগেই হয়ে গেছেন। এদিন ৫১৫ জনের নতুন করে লালারসের নমুনা পরীক্ষার নেওয়া হয়।
এদিন পর্যন্ত জেলায় মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়াল ২৭।