পুরুলিয়ায় করোনা পজেটিভ আরও ২, মোট আক্রান্ত ৯

সাথী দাস, পুরুলিয়া, ২ জুন: আরও  দুই জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ার কথা ঘোষণা করল জেলা প্রশাসন। রঘুনাথপুর ১, পুরুলিয়া ২ এর পর  পুরুলিয়া ১ নম্বর ব্লকেও করোনা সংক্রমণ ঘটলো। এই নিয়ে আজ দুপুর পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯।

পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরতেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চড় চড়িয়ে বাড়তে শুরু করল পুরুলিয়ায়। আক্রান্তদের  সবাই মহারাষ্ট্র থেকে এসেছিলেন। সবাই পরিযায়ী শ্রমিক।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত স্থানগুলিকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সংলগ্ন এলাকায়গুলিকে বাফার জোন হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। জীবাণুমুক্তকরণ ও স্থানীয় বাসিন্দাদের ডাক্তারি পরীক্ষা করা শুরু হয়েছে।
ইতি মধ্যেই মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে কর্মরত ৩৫ হাজারের বেশি পরিযায়ী শ্রমিক পুরুলিয়ার পৌঁছেছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here