সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১৩ জুলাই: পুরুলিয়া জেলার আদ্রা রেল শহরে এই প্রথম থাবা বসাল করোনা। গতকাল সন্ধ্যে সাতটা নাগাদ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রেল শহরবাসী আতঙ্কিত হয়ে পড়েন।
সূত্রের খবর, করোনা আক্রান্ত ওই ব্যক্তি কাজের জন্য রানীগঞ্জ নিয়মিত যাতায়াত করতেন। ওই এলাকাটিকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। আদ্রা থানার পুলিশ এলাকাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে। পুলিশ প্রহরা এবং টহলদারি জারি রয়েছে। সোমবার স্যানিটাইজ করা হয় পুরো এলাকাটি। আদ্রা রেল শহরবাসী দুশ্চিন্তায় এবং আতঙ্কিত হয়ে পড়েছেন। করোনা সংক্রমণ যাতে আর না ছড়ায় তার জন্য আরো সতর্ক হচ্ছেন আদ্রাবাসী। সংলগ্ন এলাকায় খোলা রয়েছে একমাত্র মাস্ক তৈরীর দোকান। চালু রয়েছে জরুরি পরিষেবা।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী সোমবার দুপুর পর্যন্ত ১০৯ জন আক্রান্ত হয়েছেন। রবিবার পর্যন্ত ১৭২১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১৬১৯৮ জনের রিপোর্ট নেগেটিভ রয়েছে। এদিন পর্যন্ত সুস্থতার হার আগের থেকে কিছুটা বেড়ে দাঁড়াল শতকরা ৮৫.৩২ শতাংশ।