পুরুলিয়ায় লাফিয়ে বাড়ছে করোনা পজেটিভ, একদিনে আক্রান্ত ৬, মোট ৭

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৩০ মে: পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরতেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চড়চড়িয়ে বাড়তে শুরু করল পুরুলিয়ায়। রিপোর্টে এক দিনে ৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেল জেলায়। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭। শনিবার রাতে সরকারিভাবে তা জানাল জেলা প্রশাসন। পুরুলিয়া ২ ব্লকের একই গ্রামের ওই ৬ জন ব্যক্তি। তাঁরা সবাই মহারাষ্ট্র থেকে এসেছিলেন। সবাই পরিযায়ী শ্রমিক।

প্রসঙ্গত জেলার প্রথম করোনা পজেটিভ রিপোর্ট আসে এক পরিযায়ী শ্রমিকের। রঘুনাথপুর ১ নম্বর ব্লক এলাকায় তাঁর বাড়ি। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি ওই ব্যক্তি মহারাষ্ট্র থেকে এই জেলায় এসেছিলেন। ইতিমধ্যেই মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে কর্মরত ৩৫ হাজারের বেশি পরিযায়ী শ্রমিক পুরুলিয়ার পৌঁছেছেন।

শনিবার রাতে জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৬,৯৭৩ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৫৬ জন। আইসোলেশনে আছেন ২০ জন। নাকা পয়েন্টে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ৫৫,২৬৭ জনের। নমুনা পরীক্ষা হয়েছে ৮,৮০২ জনের।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here