
রাজেন রায়, কলকাতা, ২৯ মে: কিছুদিন আগে তৃণমূলের কোষাধ্যক্ষ তথা ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের শরীরে ধরা পড়েছিল করোনা এবার করোনা পজিটিভ রিপোর্ট এল দমকলমন্ত্রী সুজিত বসুর। এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রী করোনা আক্রান্ত হলেন।
প্রসঙ্গত, কিছুদিন আগে দমকলমন্ত্রীর বাড়ির পরিচারিকার শরীর খারাপ হলে তার টেস্ট করানো হয়। তাতে তার রিপোর্ট পজিটিভ আসে। যেহেতু তার সংস্পর্শে দমকলমন্ত্রী ও তাঁর পরিবার এসেছিলেন, তাই তাদেরও সকলের করোনা টেস্ট করা হয়।
বৃহস্পতিবার দমকল মন্ত্রী সুজিত বসুর লালারসের নমুনা পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ আসে। রাতের দিকে নিজেই সংবাদমাধ্যমকে তা জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত তাঁর শরীরের কোভিডের কোনও উপসর্গ নেই। তাই তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।’