
আমাদের ভারত, ১৮ হাজার টাকা: নোভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়া আটকাতে দুটি বিশেষ ব্যবস্থা নিল ওড়িশা সরকার। বিদেশ থেকে যারা দেশে ফিরেছেন তাদের প্রত্যেকের নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক করেছে ওড়িশা সরকার। নাম যদি তারা নথিভুক্ত করেন তাদের ১৪ দিনের জন্য হোম আইসোলেশনে থাকা সময় এককালীন ১৫ হাজার টাকা ইনসেনটিভ দেওয়া হবে। এমনটাই জানান ওড়িশার মুখ্যসচিব একে ত্রিপাঠী।
ওড়িশা সরকারের অনলাইন পোর্টাল বা হেল্পলাইন নম্বরে ফোন করে যিনি বিদেশ থেকে ওড়িশায় ফিরেছেন তার নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। এর ফলে ওই ব্যক্তিকে খুঁজে পেতে অসুবিধা হবে না বলে মনে করা হচ্ছে। দেশে ফেরার ২৪ ঘণ্টার মধ্যে নাম নথিভুক্ত করাতেই হবে। আর যদি ওই ব্যক্তি দেশে ফেরার আগেই নাম নথিভুক্ত করার তা অত্যন্ত প্রশংসাযোগ্য হবে বলেও জানানো হয়েছে ওড়িশা সরকারের তরফে।
বিদেশ থেকে ফেরা ব্যক্তি আইসোলেশনে থাকার সময় তার অবস্থান ও শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখবে সরকার। যারা ইতিমধ্যেই বিদেশ থেকে রাজ্যে ফিরেছেন তাদের নাম নথিভুক্ত করতে মঙ্গলবার সকাল ছটা থেকে শুরু হয়েছে শুরু করে ৪৮ ঘণ্টার সময়সীমা। বিদেশ ফেরত কেউ যদি নিজের নাম নথিভুক্ত না করান তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য বলেও জানিয়েছেন মুখ্য সচিব।