
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ মার্চ : ঝাড়গ্রাম জেলা হাসপাতাল থেকে পালিয়ে গেল করোনা আক্রান্ত সন্দেহভাজন এক রোগী। তাকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিতেই নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ যুবক ভিন্ন রাজ্য কর্মরত ছিলেন, কয়েকদিন আগে বাড়ি ফেরেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশ থেকে কয়েক দিন আগেই বাড়ি এসেছিল ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির সোদাপাড়া এলাকার বাসিন্দা ওই যুবক। তিনি উত্তরপ্রদেশে কোনও এক নির্মাণ সংস্থায় কাজ করতেন। বাড়ি ফেরার পর থেকেই জ্বর, সর্দ্দি,কাশি সহ সমস্ত উপসর্গ দেখা দেওয়ায় শনিবার ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে আউটডোরে তিনি দেখাতে আসেন। তার নানা উৎসর্গ দেখে হাসপাতালে ডাক্তাররা হাসপাতালের কোয়ারেন্টাইনে থাকার জন্য ভর্তি হতে বলেন। তাকে বুকের এক্সরে করতে বলেন। এক্স রে লাইন থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। ঝাড়গাম থানায় ওই যুবকের নামে লিখিত অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই যুবকের সন্ধনে তল্লাশি শুরু করেছে ঝাড়গাম থানার পুলিশ।