করোনা সন্দেহে মৃতদেহ সৎকারে বাধা স্থানীয়দের

আমার ভারত, মুর্শিদাবাদ, ৩০ জুলাই: কলকাতার পর এবার মুর্শিদাবাদ জেলা। করোনা সন্দেহে মৃতদেহ পোড়ানো নিয়ে বচসার সৃষ্টি হল শ্মশানে। বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বহরমপুর গোরাবাজার শ্মশান ঘাটে প্লাস্টিকে মোড়া একটি মৃতদেহ সৎকারের জন্য আনা হয়। সেই সময় স্থানীয়রা মৃতদেহ প্লাস্টিকে মোড়া দেখে সৎকারে বাধা দেয়। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।

উল্লেখ্য, বুধবার বহরমপুর চুয়াপুরের এক বৃদ্ধাকে জ্বর ও শ্বাসকষ্ট জনিত কারণে ভর্তি করা হয় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। শরীরে করোনার উপসর্গ থাকায় কোভিড- ১৯ টেস্ট করার জন্য নিয়ে যাওয়া হয় বহরমপুর মাতৃ সদন করোনা হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। মৃতার

পরিবার সূত্রে খবর, সরকারি নির্দেশ মেনে প্লাস্টিকে মুড়ে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় হাসপাতাল থেকেই। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তারা জানায় এটি করোনার মৃতদেহ নয়। শারীরিক সমস্যার কারণেই মৃত্যু হয়েছে। তারপর পুলিশের আশ্বাসে মৃতদেহ সৎকার সম্পন্ন হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *