করোনা ভ্যাকসিনের দাম ১০০০ টাকা, দেশের মানুষ ভ্যাকসিন বিনামূল্যেও পেতে পারে, বললেন সেরম কর্তা

আমাদের ভারত, ২২ জুলাই: ইতিমধ্যেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভ্যাকসিন রীতিমতো সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। অন্ধকারে আশার আলো সঞ্চার করেছেন অক্সফোর্ডের গবেষকরা। ল্যানসেট মেডিকেল জার্নালে ইতিমধ্যেই তারা প্রকাশ করেছে তাদের প্রথম পর্যায়ের সাফল্যের কথা। আর তারপরেই ভারতীয়দের আরও একটা বড় সুখবর দিল সেরাম ইনস্টিটিউট। চলতি বছরেই প্রায় ৩০ কোটি অক্সফোর্ডের ভ্যাক্সিন বানিয়ে ফেলবে সেরাম। এমনটাই জানিয়েছেন সেরামের কর্তা। তাদের তৈরি প্রতিষেধকের ৫০% পাবে দেশ।

সেরমের কর্তা পুনাওয়ালা জানিয়েছেন, প্রতিষেধকের প্রতি ডোজের দাম হবে ১০০ টাকা। তার অনুমান করোনা আটকাতে প্রতিষেধকের দুটি ডোজ লাগবে। যার মধ্যে একটি হবে বুস্টার ডোজ। তবে ভারতবাসী বিনামূল্যে পেতে পারেন এই করোনা ভ্যাক্সিন। এমন সম্ভাবনার কথাও জানিয়েছেন সেরাম কর্তা। সরকার যদি জাতীয় প্রয়োজনীয়তা উপলব্ধি করে, তাহলে তা বিনামূল্যে পৌঁছে যেতেন পারে সকলের কাছে বিনামূল্যে। সরকারি জাতীয় টিকাকরণ প্রকল্পের অংশ হলে এই করোনা ভ্যাকসিন বিনামূল্যে পাবেন ভারতীয়রা।

প্রতিষেধক তৈরি হলে তা প্রথমে স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের দেওয়া হবে তারপর পাবে বাকিরা। দেশের প্রত্যেক নাগরিকের এই ভ্যাকসিন পেতে কমপক্ষে দুবছর সময় লাগতে পারে।

জানা গেছে অক্সফোর্ডের ভ্যাক্সিনের স্টেজ থ্রি পরীক্ষা ভারতে হবে। প্রায় চার হাজার মানুষের ওপর হবে ট্রয়াল। এই পর্যায়ের ট্রায়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে দেখা হবে করোনা বিরুদ্ধে ভ্যাকসিন কতটা জোরালো কার্যকারী আর কতটা সময় এর জন্য কার্যকারী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here