অপেক্ষা শেষ ! আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতে চলে আসবে করোনা টিকা: মোদী

আমাদের ভারত, ৪ ডিসেম্বর:অপেক্ষা এবার শেষের পথে। শুক্রবার আশার বাণী শোনালেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বললেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে করোনার ভ্যাকসিন চলে আসবে। ভ্যাকসিনের জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।

দেশে করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হয়। বৈঠকে করোনা পরিস্থিতির সাথে ভ্যাক্সিনের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী। ছিলেন লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলের নেতারা। বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, ভারতের তিনটি আলাদা ভ্যাক্সিনের ট্রায়াল চলছে। ফলে ভ্যাক্সিনের জন্য আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে করোনার ভ্যাক্সিন চলে আসবে।

মোদী বলেন, বিজ্ঞানীরা সংস্থাগুলিকে সবুজ সঙ্কেত দিলেই ভারতের ভ্যাক্সিন চলে আসবে। মোদী আবারও জানিয়েছেন প্রথমে ভ্যাক্সিন পাবেন করোনা যোদ্ধারা ও বয়স্করা। অর্থাৎ যাদের জন্য ভ্যাক্সিন অত্যন্ত জরুরী তারাই ভ্যাক্সিন আগে পাবেন। ইতিমধ্যেই এই নিয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে।

একইসঙ্গে তিনি জানান ভ্যাক্সিনের ক্ষেত্রে অন্যান্য দেশকেও সাহায্য করবে ভারত। গতকালই এইমসের ডিরেক্টর রনদীপ গুলেরিয়াও বলেছিলেন চলতি মাসের শেষে অথবা জানুয়ারির প্রথমেই ভ্যাক্সিন চলে আসবে বলে তিনি আশাবাদী।

এর আগে ভ্যাক্সিন তৈরীর কাজ কোন পর্যায়ে রয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে দেশের তিন শহর ঘুরে আসেন প্রধানমন্ত্রী। আমেদাবাদ, হায়দ্রাবাদ, পুনেতে নিয়ে গিয়েছিলেন তিনি কথা বলেছিলেন গবেষকদের সাথেও। এছাড়াও ভ্যাক্সিন প্রস্তুতকারী আরও তিনটি সংস্থার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলেই এই টিকাকরণের কাজ করবে। দাম নির্ধারণও করা হবে দুপক্ষ মিলে। ভ্যাক্সিন বিতরণের জন্য ইতিমধ্যেই একটি বিশেষ সফটওয়্যারও বানিয়েছে ভারত, যার নাম কোভিন। বিশেষ ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়েছে যাতে সুষ্ঠুভাবে টিকা বন্টনের পূর্ণ ক্ষমতা থাকে ভারতের। শেষে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন দেশবাসীকে, এতদিন এই কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে ভ্যাক্সিনে অপেক্ষা করার জন্য।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here