ভয়াবহ! একই পরিবারের নয়জনের শরীরেই মিলল করোনা ভাইরাস

আমাদের ভারত,২৫ মার্চ:করোনা ত্রাসে কাঁপছে গোটা ভারত। আক্রান্তের সংখ্যা সাড়ে ৫০০ ছাড়িয়েছে। তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। কারণ ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে তিন সংখ্যায়। আর এরই মধ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে মহারাষ্ট্রের একটি পরিবারের ৯ জনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। ওই পরিবারটি মহারাষ্ট্রের সাংলির বাসিন্দা।

ধীরে ধীরে পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে। শেষ কয়েকদিনে এই পরিবার কাদের সংস্পর্শে গেছে তার সমস্ত কিছু খোঁজ করার কাজ চলছে। ইতিমধ্যেই যাদের খোঁজ পাওয়া গেছে তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

জানা গেছে পরিবারের ৪ জনের শরীরে প্রথম করোনা ভাইরাস পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বাকিদের আলাদা করা হয়। কিন্তু তারপর বাকিদের রক্ত পরীক্ষা হলে জানা যায় বাকি সদস্য অর্থাৎ আরো পাঁচ জনের করোনায় আক্রান্ত। এই নয় জনের মধ্যে একটি ৫ বছরের শিশুও রয়েছে।

ওই সাংলি জেলায় এখনো পর্যন্ত এই একটি পরিবারের নয়জনই করোনায় আক্রান্ত হয়েছে। প্রথম যে চারজন আক্রান্ত হয়েছিল তারা কিছুদিন আগে সৌদি আরব থেকে ফিরেছেন। তাদের থেকেই পরিবারের আর পাঁচ জনের শরীরে ভাইরাস ছড়িয়েছে বলে জানা গেছে।

এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে মহারাষ্ট্রে সরকার। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১১৬। তার কিছু মানুষ সুস্থ হয়েছেন। তবে সেই সংখ্যাটা অনেকটাই কম। এখনো পর্যন্ত সারাদেশে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here