করোনার ভয়াবহ আক্রমণ থেকে ভারতকে বাঁচাচ্ছে তার উষ্ণ আদ্র আবহাওয়া, বলছেন বিশেষজ্ঞরা

আমাদের ভারত,৩ মার্চ:চীনের বাইরে ইতালি, আমেরিকা, ইরানে হু হু করে বাড়ছে করোনা ভাইরাস মৃতের সংখ্যা। কিন্তু ভারতে এখনো পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুর খবর নেই। বেশ কয়েক জনের শরীরে এই ভাইরাস ধরা পড়লেও এদেশে এখনও মহামারীর আকার নেয়নি করো না। বিশেষজ্ঞরা বলছেন এই কৃতিত্ব ভারতের আবহাওয়াকে দেওয়া উচিত।

বিশেষজ্ঞরা বলছেন দেশের আর্দ্র ও উষ্ণ আবহাওয়া ভাইরাসের হাত থেকে ঢাল হিসেবে কাজ করছে। তবে কভিড নাইনটিন নিঃশব্দে নিজের ধরন বদলে ফেলতে পারেন বলেও আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা।

আর যদি তেমনটা ঘটে তাতে তাহলে ভারতের মত বিপুল জনসংখ্যা বিশিষ্ট দেশে ভয়াবহ আকার নেবে। তার কারণ হিসেবে বলা হচ্ছে এদেশের মানুষের একটা বড় অংশ এখনও পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলেন না। আর পরিচ্ছন্ন সঠিকভাবে বজায় না রাখলে করোনা ভাইরাস হামলা করতেই পারে।

হার্ট কেয়ার ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট কে কে আগারওয়াল বলেন যে সাধারণত কম তাপমাত্রায় ভাইরাস থাকতে ভালোবাসে। সেই কারণে উত্তর পূর্ব এশিয়ার শীতল দেশগুলিতে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। আর ভারতের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায়ই এখনোও পর্যন্ত আমাদের রক্ষা করছে বলে তার ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *