সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৩ জুলাই: পুরুলিয়া জেলার সব ব্লকেই করোনার থাবা বসল। বেড়েই চলেছে কোভিড-১৯’এ আক্রান্তের সংখ্যা। পুরুলিয়া শহরে এদিন নতুন করে আক্রান্ত না হলেও জেলায় ৮ জনের রিপোর্ট পজিটিভ আসে।
তালিকায় যুক্ত হল বান্দোয়ান ব্লকও। এতদিন এই ব্লকটি গ্রিন জোন ছিল। এদিন ওই ব্লকের রাজগ্রাম এলাকায় আক্রান্তের খবর জানা গিয়েছে। এছাড়া এদিন নতুন করে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে পুঞ্চা, নিতুড়িয়া, হুড়া, সাঁতুড়ি, রঘুনাথপুর-২ ব্লকের বিভিন্ন এলাকায়। এই ঘটনার পর আরও সতর্ক হয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন। জেলায় ২৭ থেকে বেড়ে কনটেইনমেন্ট জোন হল ৩৪টি।
এদিনের জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী সবে মিলে এখন পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা হল ১৫৭ জন। এঁদের মধ্যে ৫০ জন একটিভ। বাকি ১০৭ জন করোনা মুক্ত হয়ে গেছেন। এদিন ২৮০ জনের নতুন করে লালারসের নমুনা পরীক্ষার নেওয়া হয়।