করোনা আতঙ্কে শহরে উধাও এন-৯৫ মাস্ক, দোকান দোকানে হানা কলকাতা পুলিশের ইবির

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৭ মার্চ: দেশে কিছু মানুষজনের করোনা ভাইরাসের সংক্রমণ খবর পাওয়া মাত্রই শুরু হয়েছে দেশ জুড়ে আতঙ্ক। আর তার জেরেই সারা দেশের মত কলকাতাতেও হিড়িক পড়েছে এন-৯৫ মাস্ক কেনার। আচমকা এই মাস্কের চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে, জোগান প্রায় অপ্রতুল। এবার মেডিক্যাল সরঞ্জামের কালোবাজারি রুখতে মাঠে নেমেছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। শনিবার শিয়ালদহ, কলেজ স্ট্রিট, বড়বাজার-সহ একাধিক জায়গায় হানা দেন ইবি আধিকারিকরা।

দেখা যাচ্ছে, বাজার থেকে প্রায় উধাও হয়ে গিয়েছে এন-৯৫ মাস্ক। কিছু কিছু জায়গায় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। ১৫০ টাকার মাস্ক মিলছে ৪৫০ থেকে ৯০০ টাকায়। কোথাও আবার তা মিলছেই না। এই নিয়েই বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

শুক্রবার কলেজ স্ট্রিট, আরজিকর, মেডিক্যাল কলেজের দোকানে ঘোরার পর শনিবার কলেজ স্ট্রিটের একাধিক ওষুধের দোকান, মেডিক্যাল সরঞ্জামের পাইকারি বাজার, বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে হানা দেন ইবি আধিকারিকরা। প্রত্যেকটি দোকানের স্টক এবং বিক্রি হওয়া মাস্কের হিসাব খতিয়ে দেখা হয় । কোন দোকানে কোন জায়গা থেকে কতটা সরবরাহ আসে, আর এখন প্রতিদিন কতটা করে বিক্রি হচ্ছে সেটাও খোঁজ নেন ইবির গোয়েন্দারা। জোগান যেমনই থাকুক, সঠিক দামে বিক্রি করতে নির্দেশ দেওয়া হয় প্রত্যেক দোকানদারকে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

শুক্রবারই নবান্নে বৈঠকের পর কলকাতা পুলিশ ও ইবিকে মেডিক্যাল সরঞ্জামের কালোবাজারি রুখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই মাঠে নেমে পড়েন কলকাতা পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। প্রয়োজনে এখন এই অভিযান টানা চালানো হবে বলে ইবি সূত্রে জানা গিয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here