করোনা আতঙ্কে ভিড় নেই ব্যান্ডেল চার্চে, রুটিরুজিতে টান ব্যবসায়ীদের

আমাদের ভারত, হুগলী, ১৯ মার্চ: আতঙ্ক করোনা ভাইরাস, তাই এবার জনসমাগম কমছে হুগলীর সবচেয়ে প্রাচীন গির্জা ব্যান্ডেল চার্চে। বিশ্বজুড়ে মহামারীর আকার নেওয়া করোনা ভাইরাসের কারনে লোকজন প্রায় নেই বললেই চলে এই চার্চে।

এমনিতে সারা বছর, বিশেষ করে ছুটির সময়ে স্থানীয়, এমনকি দেশ বিদেশ থেকে প্রচুর মানুষের সমাগম লেগে থাকে ব্যান্ডেলে। কিন্তু গত কয়েকদিনে তা একেবারে তলানিতে। বড় বড় গ্রুপ তো নয়ই পরিবার নিয়েও সাধারন মানুষ একেবারেই আসছেন না। ফলে চার্চ কর্তৃপক্ষও নিয়েছেন বেশ কিছু সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে। ব্যান্ডেল চার্চে প্রবেশের একেবারে সামনে সারাবছরই রাখা থাকত হোলি ওয়াটার বা পবিত্র জল। দর্শনার্থীরা প্রবেশের সময় সেই জলে হাত ধুয়ে প্রবেশ করতেন চার্চে। আতঙ্কের জেরে সেই জল রাখাও বন্ধ করে দিয়েছেন চার্চ কর্তৃপক্ষ। কারন– সংক্রমণ। এছাড়াও খ্রীষ্টান ধর্মাবলম্বী মানুষ যারা অন্য রাজ্য এমন কি বিদেশ থেকে এখানে আসতেন তাদের সব বুকিংও বাতিল করা হয়েছে চার্চ এলাকায়। শুধুমাত্র চার্চের মূল প্রবেশ দ্বার খোলা রাখা হয়েছে নিয়ম মেনে। সেখানে একাকী প্রবেশ করে প্রভু যিশুর কাছে প্রার্থনা করেই বেড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বড় জমায়েত এমনকি বেশীক্ষণ চার্চের ভিতর থাকাটাও এখন নিষেধ এই আতঙ্কের কারনে।

ঘটনার জেরে একদিকে যেমন কমেছে দর্শনার্থীদের সংখ্যা তেমনই মার খাচ্ছে এই পর্যটন কেন্দ্রের সাথে যুক্ত সব রকমের ব্যবসারও। আগে সারাদিনে যত সংখ্যক মানুষের আগমনে এখানে বিক্রিবাট্টা হত তা না থাকায় এবার রুটি রুজিতে টান ধরছে এলাকার সাধারণ ব্যবসায়ীদের। কবে অবস্থার উন্নতি হবে জানেন না। তাই প্রভুর কাছে করজোরে প্রার্থনা সকলের, নির্মূল হোক এই মারন রোগের প্রকোপ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here