কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ জানুয়ারি:
১৬ জানুয়ারি চন্দ্রকোনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর জনসভাতে তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি গৌতম ভট্টাচার্য সহ বেশ কিছু নেতা এবং কর্মী বিজেপিতে যোগ দেন। গৌতম ভট্টাচার্যর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে বিজেপির একদল কর্মী বিক্ষুব্ধ হয়ে ঐ দিনই মঞ্চের সামনে বিক্ষোভ দেখান। রবিবার রাতে ক্ষীরপাই বিজেপি পার্টি অফিসে তালা দিয়ে রীতিমতো বিক্ষোভ জানিয়ে তাদের ক্ষোভের কথা বলেছেন।
তাদের দাবি, গৌতম ভট্টাচার্যকে বিজেপিতে নেওয়া যাবে না। কারণ গৌতমবাবু দুর্নীতিগ্রস্ত বলে ওই বিজেপি কর্মীদের বক্তব্য। পাশাপাশি কিঙ্কর ভট্টাচার্য এবং প্রতাপ বিশ্বাসকেও বিজেপিতে নেওয়া যাবে না বলে বলেন বিজেপির বুথ সভাপতি রামকৃষ্ণ রায়। তিনি বলেন, ওই তিন নেতা দুর্নীতিগ্রস্ত। ওই তিন জনকে বিজেপিতে নেওয়ার আগে বুথ কমিটিতে কোনো আলোচনা করা হয়নি বলে রামকৃষ্ণবাবুর অভিযোগ। তিনি বিজেপির ক্ষীরপাই মন্ডলের সভাপতি সুশান্ত মন্ডল এর বিরুদ্ধে অভিযোগ করেন যে, এই বিষয়ে কোনো রকম আলোচনা তিনি করেননি।
সুশান্তবাবু বলেন, আমাদের কমিটিতে আলোচনা করি ওনাদের দলে নেওয়া হয়েছে। বিভ্রান্ত করার জন্য তৃণমূল চক্রান্ত করে এসব করাচ্ছে বলে সুশান্তবাবু বলেন।