বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তৃণমূল বিধায়কের পোস্ট ঘিরে চাঞ্চল্য কোচবিহারে

নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, কোচবিহার, ৫ জুলাই: দিনহাটা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ এর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব উপ-প্রধানের হাতে তুলে দেওয়ার ঘটনার নিন্দা করে দিনহাটা ২ ব্লকের বিডিওর সমালোচনা করেছেন তাঁর ফেসবুক পোস্টে। তাঁর অভিযোগ, বিডিও বেআইনিভাবে এই কাজ করেছে, এছাড়াও বিডিওর বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগ পর্যন্ত করেছেন। যদিও স্থানীয় বিডিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

সম্প্রতি নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের অনুপস্থিতিতে উপপ্রধানকে প্রধানের কাজ করার অনুমতি দেন বিডিও জয়ন্ত দত্ত। সূত্রের খবর দীর্ঘদিন ধরে এই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল নিয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তরুণী বর্মন এর সঙ্গে দ্বন্দ্ব চলছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া বর্মন দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতে না আসায় অচলাবস্থা তৈরি হয়, এই সুযোগে উপপ্রধান নবীরউদ্দীন মিঁয়াকে প্রধানের দায়িত্ব দেওয়া হয়। এই ঘটনা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন উদয়ন গুহ।

নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নবীরউদ্দীন মিঁয়া বলেন, “প্রধান না আসায় দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম ঠিকঠাক ছিল না, তাই সকলের সম্মতি নিয়ে বিডিও আমাকেই দায়িত্ব দিয়েছেন, বিধায়কের মন্তব্য দুর্ভাগ্যজনক'”l

এই বিষয় নিয়ে কটাক্ষ বিজেপির মুখে। দিনহাটার বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত অভিযোগ করেন, আমরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করছি যে প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি চলছে, তাই এবার ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই প্রমান করলেন দিনহাটার বিধায়ক। এটা তাঁর রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *