
আমাদের ভারত, বালুরঘাট, ১৫ জানুয়ারি: নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে বালুরঘাট বিমানবন্দরের সীমানা প্রাচীর তৈরির কাজ। ভেঙ্গে পড়ার আশঙ্কা স্থানীয়দের। কাটমানি তোলার অভিযোগ সাংসদের। সিডিউলের তোয়াক্কা না করে সাদা বালি দিয়ে দেদার কাজ চলছে এলাকায়। শাসক ঘনিষ্ঠ ঠিকাদার গোষ্ঠীকে কাজ পাইয়ে দেওয়াতেই এমন ঘটনা বললেন সাংসদ। পূর্তদপ্তরের সাথে কথা বলে যাবতীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস জেলা শাসকের।
জানা যায়, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে লিজ দেওয়া বালুরঘাট বিমান বন্দরের সীমানা প্রাচীর তৈরির দায়িত্বে রয়েছে রাজ্য সরকারের পূর্ত দপ্তর। প্রায় মাস দুয়েক আগে পাঁচ কোটি টাকা বরাদ্দে ওই কাজের দায়িত্ব পায় বালুরঘাটের একটি ঠিকাদার সংস্থা। অভিযোগ, বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে তৈরি সীমানা প্রাচীর লাল বালি দিয়ে করার কথা থাকলেও এক্ষেত্রে নিম্নমানের সাদা বালি দিয়েই চলছে কাজ। একই সাথে প্রশাসনের কোনও নজরদারি না থাকায় এলাকায় কোন সিডিউলও টাঙ্গানো হয়নি বলেও অভিযোগ।
সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, শাসক ঘনিষ্ঠ ঠিকাদার সংস্থাকে কাজের দায়িত্ব দিয়ে কাটমানি খাওয়াতেই এমন সমস্যা। যাত্রীদের নিরাপত্তায় সীমানা প্রাচীর তৈরি হবার কথা থাকলেও এক্ষেত্রে তা মানা হচ্ছে না। ফলে বিমান নামলেই তা ভেঙ্গে যেতে পারে।
স্থানীয় বাসিন্দা সুশেন চক্রবর্তী জানিয়েছেন, যে নিম্নমানের কাজ হচ্ছে তাতে বিমান নামলেই সীমানা প্রাচীর ভেঙ্গে পড়বে। এই বিষয়ে প্রশাসনের নজরদারির প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।
জেলা শাসক নিখিল নির্মল জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই। তবে এব্যাপারে পূর্ত দপ্তরের ইঞ্জিনীয়ারের সাথে কথা বলে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন তিনি।