
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ মার্চ: প্রায় তিন বছর আইনি জটিলতায় বন্ধ থাকার পর ২০২২- এ মেদিনীপুর পৌরসভার নির্বাচন হয়েছিল। একছত্রভাবে তৃণমূল বোর্ড দখল করেছিল। সেই পৌরবোর্ডের এক বছর পূর্তি হল। দিনটিকে অন্যভাবে পালন করল মেদিনীপুর পৌরসভার পূর্তদপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিলর সৌরভ বসু।
নানা জনসংযোগ কর্মসূচির মাধ্যমে মেদিনীপুর পুরসভার একবছর পূর্তি পালন ৯ নং ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর সৌরভ বসুর। এদিন ৯ নং ওয়ার্ড তৃণমূল কার্যালয়ে বসে তিনি ওয়ার্ডের মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনেন। পাশাপাশি আগামী দিনে তার নিজের ওয়ার্ডের কোন কোন কাজগুলি গুরুত্ব সহকারে সম্পন্ন করবেন এবং এলাকায় এই এক বছরে কি কি উন্নয়ন মূলক কাজ করেছেন সেবিষয়েও আলোকপাত করেন সংবাদ মাধ্যমের সামনে।