বস্তিবাসীদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী উপহার দিয়ে প্রথম বিবাহ বার্ষিকী পালন পুরুলিয়ার দম্পতির

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৮ এপ্রিল: জাঁকজমকপূর্ণ প্রথম বিবাহ বার্ষিকী বন্ধ করে করোনার আবহে মিশলেন পুরুলিয়ার দম্পতি। দুঃস্থ বস্তিবাসীর বাড়িতে নিত্য প্রয়োজনীয় ও খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে তাঁদের বিবাহ বার্ষিকী পালন করলেন পুরুলিয়ার এক দম্পতি।  

পেশায় পুরুলিয়ার সরকারি মেডিক্যাল কলেজের নার্স শিল্পী মহান্তি পতি ও শিক্ষক কৌশিক পতির ঠিক এক বছর আগে আজকের দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের আশা ছিল প্রথম বিবাহ বার্ষিকী ধুম ধামের সঙ্গে পালন করবেন। কিন্তু মহামারি করোনার প্রকোপে কোনও সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা থাকায় সেই ইচ্ছে থেকে সরে যান এই দম্পতি। স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা টিম উপহারের সহযোগিতায় বিবাহ বার্ষিকীর এই বিশেষ দিনটি স্মরণীয় করতে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন ওই দম্পতি। পুরুলিয়া শহরের চিড়া বাড়ি এলাকার বস্তিতে গিয়ে তাঁদের সাধ্যমতো উপহার তুলে দিলেন শিল্পী ও কৌশিক।


       
এদিন ওই দম্পতি জানান, ‘এই অসময়ে বস্তিবাসীদের পাশে দাঁড়াতে পেরে প্রথম বিবাহ বার্ষিকী উদযাপন সার্থক হল বলে মনে করছি আমরা।’ 

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *