
আমাদের ভারত, নরেন্দ্রপুর, ২০ নভেম্বর: বন্ধ ঘর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর থানার শান্তিপার্ক এলাকায়। মৃতদের নাম গীতারানী বিশ্বাস(৪২) ও শঙ্কর বিশ্বাস(৫০)। বুধবার সকালে পুলিশ খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত কয়েকদিন ধরে দুজনের মধ্যে বিবাদ, অশান্তি চলছিল। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতো শঙ্কর। আর তা নিয়েই পরিবারে অশান্তি লেগেছিল। মঙ্গলবার রাতে কয়েকজন আত্মীয় এসেছিলেন তাদের বাড়িতে। তারা রাত বারোটা নাগাদ চলে যাওয়ার পরেও দুজনের মধ্যে অশান্তি চলছিল বলে জানান স্থানীয়রা।
বুধবার সকালে তাদের ঘরের দরজা দীর্ঘক্ষণ ভিতর থেকে বন্ধ দেখে তাদের স্থানীয়দের সন্দেহ হলে বেড়ার ফাঁক দিয়ে ঘরের ভিতরে উঁকি মেরে দেখেন, শঙ্করবাবু ঘরের বারান্দার চালের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। আর ঘরের মেঝের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন গীতা দেবী। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। এরপর স্থানীয়রাই পুলিশে খবর দিলে নরেদ্রপুর থানার আইসি সুখময় ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।
এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন শঙ্কর বিশ্বাস। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।