আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর:
বুধবার সকালে কেশিয়াড়ি ব্লকের শাকমারি এলাকায় বাড়ির ভেতর থেকে এক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম পিন্টু সিং(২০) বলে জানা গেলেও সঙ্গে থাকা মেয়েটির কোনও পরিচয় পাওয়া যায়নি।
সূত্রের খবর, ওই যুগলের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার মেয়েটিকে পিন্টু সিং তার বাড়িতে নিয়ে আসে। রাতে তারা একই বাড়িতেই ছিল। বুধবার সকালে বাড়ির লোক তাদের দুজনের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কেশিয়াড়ি থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে কি কারণে প্রেমিক যুগলের মৃত্যু এবং প্রেমিকার পরিচয় কি তা এখনও স্পষ্ট হয়নি। মৃত দু জনের দেহ উদ্ধার করতে গিয়ে যে অবস্থায় পাওয়া গেছে তাতে রহস্য দানা বেঁধেছে। বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করে প্রেমিক যুগলের এই রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে কেশিয়াড়ি থানার পুলিশ।