ছেলেধরার আতঙ্ক ছড়িয়ে শ্রীঘরে দক্ষিণ দিনাজপুরের তিন যুবক, ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ ফেব্রুয়ারি: সোশ্যাল মিডিয়ায় ছেলেধরার আতঙ্ক ছড়িয়ে শ্রীঘরে তিন যুবক। শনিবার ধৃত তিন যুবককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বালুরঘাট জেলা আদালত।

আদালত সুত্রের খবর অনুযায়ী, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, পতিরাম ও বোল্লা এলাকা থেকে ওই তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। যারা হলেন দেবব্রত সরকার, বিক্রম দত্ত ও রাম মুর্মু। ধৃত তিন যুবককে গ্রেফতার করে এদিন সাইবারক্রাইম থানার পুলিশ। যাদের বিরুদ্ধে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছেলেধরার নানা আতঙ্কের ভিডিও ও ছবি ভাইরাল করবার অভিযোগ ওঠে। এদিন সেই ঘটনাতেই অভিযুক্তদের দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর করেছে।

এদিকে এই ঘটনার পিছনে আরো কারা জড়িত রয়েছে বা কারা এসব আতঙ্ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে তারও তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানা। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে এই ছেলেধরার আতঙ্ক ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যার জেরে নিরীহ কিছু ভবঘুরে থেকে সাধারণ মানুষ জনরোষের শিকার হন। শুধু তাই নয়, এর জেরে গ্রামাঞ্চলের স্কুলগুলিতে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের পাঠাতেও ভয় পাচ্ছে।

বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে মাঠে নামে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। যার প্রথম তদন্তেই উঠে আসে কিছু যুবকের কুকীর্তির কথা। যারা বিভিন্ন ভয়ের ভিডিও ও ছবি সোশ্যাল সাইটে বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে দেয়। যেসব ভিডিও ও ছবি ভাইরাল হয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, আর এতে করেই জেলায় রোজ তৈরি হচ্ছে ছেলেধরা আতঙ্ক। বিষয়টি উপলব্ধি করেই এব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করে বালুরঘাট সাইবার থানা। যাদের হস্তক্ষেপেই ইতিমধ্যে ওই তিন যুবককে গ্রেফতার করা হয়।

ডিএসপি সোমনাথ ঝাঁ জানিয়েছেন, এই আতঙ্ক ছড়াবার জন্য আরও বেশকিছু নাম উঠে এসেছে তাদের তালিকায়। যাদের খোঁজ করবার পাশাপাশি ফেসবুকের উপর বিশেষ নজরদারি রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *