শর্তসাপেক্ষে খোলাবাজারে বিক্রি শুরু হচ্ছে কোভিশিল্ড কোভ্যাক্সিনের

আমাদের ভারত, ২৭ জানুয়ারি:খোলাবাজারে বিক্রি শুরু হচ্ছে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া(ডিসি জিআই)এর তরফে শর্তসাপেক্ষে এই সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে কবে থেকে খোলাবাজারে এই টিকা পাওয়া যাবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

সরকারি সূত্রে খবর খোলাবাজারে টিকার দাম সর্বোচ্চ ২৭৫ টাকা হতে পারে। এর সঙ্গে যুক্ত হতে পারে সার্ভিস চার্জ বাবদ আরও দেড়শ টাকা। বর্তমানে কোভ্যাক্সিনের দাম বারোশো টাকা। কোভিশিল্ডের দাম ৭৮০ টাকা। এরমধ্যে সার্ভিস চার্জ বাবদ দেড়শ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু খোলাবাজারে টিকার দাম ২৭৫ টাকার মধ্যে রাখার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে খবর।

ন্যাশনাল ফার্মাসিটিক্যাল প্রাইসিং অথরিটিকে খোলাবাজারে টিকার দাম কত হতে পারে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল টিকার দাম জনসাধারণের আয়ত্তের মধ্যে থাকে।

ইতিমধ্যেই দেশের জনসংখ্যার ৯২ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকাকরণ হয়েছে। জনসংখ্যার ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক জোড়া টিকা পেয়েছেন। ৮০ শতাংশেরও বেশি মানুষ কোভিশিল্ড টিকা নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *