করোনাকে বিশ্বজুড়ে অতি মহামারী ঘোষণা হু’য়ের, ভারতে আক্রান্ত ৭৩, ধস নেমেছে শেয়ার বাজারে

আমাদের ভারত,১২ মার্চ: কবিড-১৯ বা নভেল করোনা ভাইরাস সংক্রমণকে প্যানডেমিক অথবা বিশ্বজুড়ে অতি মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। কোনও রোগ যখন বিরাট ভৌগোলিক এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে অর্থাৎ একাধিক মহাদেশে একইসাথে এর সংক্রমণের প্রকোপ দেখা যায় তখনই একে অতি মহামারী বা প্যানডেমিক বলা হয়। আর হু’য়ের এই ঘোষণার পরপরই রেকর্ড ধস নেমেছে শেয়ার বাজারে।

বুধবার ভারতীয় সময় রাত দশটা নাগাদ হু কবিড-১৯কে অতি মহামারী ঘোষণা করে। করোনা এখনও পর্যন্ত গোটা বিশ্বে মৃত্যু হয়েছে সাড়ে চার হাজারেরও বেশি মানুষের। আর সেই জন্যই একে প্যানডেমিক বা বিশ্বজুড়ে অতি মহামারী বলা হচ্ছে। হু এর তরফে একটি সাংবাদিক বৈঠকে বলা হয়েছে, এই সংক্রমনের প্রথম মুহুর্ত থেকে প্রতিটি প্রহরে তারা নজর রেখে চলেছেন। যে তীব্রতায় এই সংক্রমণ ছড়াচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। সব দিক বিচার করেই কবিড-১৯ সংক্রমণকে প্যানডেমিক বলে চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা বিশ্বে এক লক্ষেরও বেশি মানুষ করনা ভাইরাসে আক্রান্ত। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৩।

এদিকে কবিড ১৯ মহামারী ঘোষণা করার মধ্যেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। এর ফলে রীতিমতো উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার ধ্বস নেমেছে শেয়ার বাজারে। এদিন সেনসাস ১৭.৫৮ শতাংশএবং নিফটি নেমেছে ৭.৭৪ শতাংশ নিফটি নেমেছে। নিফটিতে যে গুলির মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে তার মধ্যে অন্যতম। ইয়েস ব্যাংক। এছাড়াও টাটা মোটরস ,ভারত পেট্রোলিয়াম, বেদান্ত, অ্যাক্সিস ব্যাঙ্ক, আদানী পোর্টস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, হিরো মোটর, কোল ইন্ডিয়া, স্টেট ব্যাংকের শেয়ার রয়েছে। সেনসেক্স যে শেয়ার গুলির দাম কমেছে তার মধ্যে রয়েছে এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ,আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, টিসিএস এবং কোটাক মহিন্দ্রা ব্যাংক। আমেরিকা শেয়ার বাজারে পতন শুরু হয়েছে বুধবার থেকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here