সাথী দাস, পুরুলিয়া, ৬ জুলাই: একবারে নতুন করে ১১জন কোভিড-১৯ পজেটিভ হওয়ায় আক্রান্ত একশ ছাড়িয়ে গেল পুরুলিয়ায়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত ১০৬ জন আক্রান্ত হয়েছেন। সোমবার পর্যন্ত ১৫৫৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১৪৭৩৭ জনের রিপোর্ট নেগেটিভ রয়েছে। এদিন পর্যন্ত সুস্থতার হার আগের থেকে কমে দাঁড়াল শতকরা ৮২.০৮ শতাংশ।