স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ জুলাই: এবারে ষ্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রায়গঞ্জ সদর শাখায় করোনার থাবা। আক্রান্ত হলেন চিফ ম্যানেজার। তাঁর বাড়ি শিলিগুড়িতে। জানা গেছে, গত সোমবার তিনি অফিস করে রায়গঞ্জ থেকে শিলিগুড়ির বাড়িতে চলে যান। সেখানে তিনি পরীক্ষা করান। শনিবার তিনি রিপোর্ট হাতে পান। লালারসের রিপোর্ট কভিড ১৯ পজেটিভ আসে। ফলে রায়গঞ্জ শাখার কর্মীরা চরম আতঙ্কের মধ্যে পড়েছেন।
জানা গেছে, ওই শাখার সমস্ত কর্মীদের লালারস পরীক্ষা করার জন্য মেডিক্যাল কলেজ থেকে আবেদনপত্র নিয়ে এসেছেন। চিফ ম্যানেজার আক্রান্ত হলেও শাখা এখনই বন্ধ হচ্ছে না বলে ব্যাঙ্ক সূত্রের খবর।