“বিএসএফের মদতেই গরু পাচার হচ্ছে,” বিতর্কিত মন্তব্য মন্ত্রী উদয়ন গুহর

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২৪ আগস্ট: বরাবর বিএসএফের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। আলিপুর দুয়ারে জেলা সফরে এসে ফের একবার বিএসএফের বিরুদ্ধে সুর চালালেন তিনি। সম্প্রতি অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডের অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন, তারপর থেকেই সংবাদমাধ্যমের কাছে একের পর এক বিবৃতি দিচ্ছেন উদয়ন বাবু।

এদিন আলিপুরদুয়ার এসে তিনি সরাসরি বিএসএফ আধিকারিক এবং কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে আঙ্গুল তুললেন। তিনি বলেন, বিএসএফের মদতেই গরু পাচার হচ্ছে, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী অমিত শাহ এবং নিশিথ প্রামাণিক’কে ইডি কেন ডেকে পাঠাচ্ছে না সেটাই প্রশ্ন। অবাক হচ্ছি। পাশাপাশি মন্ত্রী এও বলেন, এখন তৃণমূল করলেই কেন্দ্রে বিজেপি থাকলে তাকে যেকোনো সময় গ্রেপ্তার হতে হতে পারে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here