লকডাউনে কলকাতা শহরের হাল দেখতে পথে নামলেন সিপি অনুজ শর্মা

নীল বনিক, আমাদের ভারত, ৩১ মার্চ: লকডাউনে শহরের আবস্থা দেখতে পথে নামলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। মঙ্গলবার তিনি দক্ষিণ কলকাতার জনবহুল জায়গা গড়িয়াহাট মোড়ে যান। সেখানকার কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে প্রথম কথা বলেন। তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে বলেন, মানুষ লকডাউন সম্পর্কে সচেতন হচ্ছেন। সাধারন মানুষ সরকারের ডাকে সাড়াদিয়েছেন। তবে এখনও কিছু মানুষ যে লকডাউন ভাঙছেন তা একপ্রকার তার কথা থেকে স্পষ্ট।

কিছু মানুষের লকডাউন ভাঙার ব্যাপারে অনুজ শর্মা বলেন, পুলিশ সবাইকে বোঝাবার চেষ্টা করছে। বুঝিয়েই মানুষকে লকডাউন সফল করার চেষ্টা করা হচ্ছে।গড়িয়াহাট মোড়ে সারপ্রাইজ ভিজিট শেষ করে অনুজ শর্মা যান হাজরা মোড়ে। দক্ষিণ কলকাতার হাজড়া মোড় থেকে ঢিল ছোড়া দূরত্বে মুখ্যমন্ত্রীর বাড়ি। সেখানে লকডাউনের চেহারাটা সিপি নিজেই দেখে নিলেন। হাজরা মোড়ে পুলিশের কঠোর নিরাপত্তার চাদর দেখে খুশি অনুজ শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *