আমাদের ভারত, হুগলী, ২৬ জুন: গণতন্ত্র বাঁচাও এবং সংবিধান বাঁচানোর শ্লোগানে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি সিপিআই এম এল লিবারেশন এর। হুগলীর হিন্দমোটরে শুক্রবার সন্ধায় এই প্রতিবাদে সামিল হয় সংগঠনের সদস্যরা।
প্রতিবাদিদের বক্তব্য, করোনা সংকটকে কাজে লাগিয়ে সারা দেশে অঘোষিত জরুরী অবস্থা জারী করছে কেন্দ্রীয় সরকার। সংবিধান বাঁচাও এবং গণতন্ত্র রক্ষার ডাক দিয়ে তাদের আরোও দাবি, সিএএ, এনপিআর, এনআরসি বিরোধী আন্দোলনকারীদের উপর রাষ্ট্রীয় দমন পীড়ন ও বিনা বিচারে আটক করছে সরকার। রাষ্ট্রীয় দমন পীড়ন পুলিশি সন্ত্রাস বন্ধ করে সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার ও দাবি জানানো হয় সংগঠন এর পক্ষ থেকে।
আপৎকালীন পরিস্থিতির নামে শ্রমিক কৃষক জনবিরোধী আইন লাগু করছে কেন্দ্র বলেও অভিযোগ জানানো হয়।
একই সাথে ভারত চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বর্তমান পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়।