দাদার অনুগামী কাটাউট তৈরি করছে সিপিএম কর্মী, তাকে ঘিরে রেখে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১০ ডিসেম্বর: শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামীরা ফ্লেক্স, কাটাউট তৈরি করছে সিপিআইএম কর্মী। সেই অভিযোগ তুলে এক ব্যক্তিকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা। জানতে চান কেন সে এমন কাজ করছে? বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া বি এল আর ও অফিসের সামনে।

তৃণমূলের দাবি, আজ সকালে তারা দেখতে পান চাঁদপাড়া কাঠপট্টি মোড়ে একটি দোকানে দাদার অনুগামীর কাঠের ফ্রেম তৈরি করছিলেন এক কাঠমিস্ত্রি। কে এই ফ্লেক্স তৈরি করতে দিয়েছে তার কাছে জানতে চান তৃণমূলের যুব ছেলেরা। ওই কাঠমিস্ত্রি তখন পার্থ সাহা নামে এক ব্যক্তির নাম বলেন। পরবর্তীতে তৃণমূলের ছেলেরা পার্থ সাহাকে ঘিরে রাখে বিক্ষোভ দেখান এবং তার কাছে জানতে চান সিপিএম কর্মী হয়ে কেন শুভেন্দুর পোস্টার বানাচ্ছেন। বেশ কিছু সময় তাকে ঘিরে রেখে বিক্ষোভ দেখায় তারা।

এ বিষয়ে তৃণমূলের যুবর ছেলেরা জানান, মমতা ব্যানার্জির হাতকে দুর্বল করতে এবং তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করতে সিপিএম এবং বিজেপি প্রচুর টাকার বিনিময়ে পার্থকে দিয়েই সব কাজ করাচ্ছে।
এ বিষয়ে পার্থবাবুর সঙ্গে কথা বলতে গেলে সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে তিনি কিছুই বলতে চান না এবং এক সময় পালিয়ে যান।
বিজেপির দাবি, বর্তমান সময়ে কারও বিরুদ্ধে চক্রান্ত করার প্রয়োজন হয় না। মানুষ ঠিক করে নিয়েছে আগামী দিনে বিজেপি আসছে। কে এই পার্থ? তাকে আমরা চিনি না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here