কৃষি বিল বাতিলের দাবিতে সিপিএমের আন্দোলন ঘাটালে

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর : কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি বিল বাতিলের দাবিতে সিপিএমের আন্দোলনে বুধবার উত্তাল হয়ে উঠল ঘাটাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে এবং কিছুক্ষণের জন্য বরদায় পথ অবরোধ করে সিপিএম কর্মী সমর্থকরা। এরপর সিপিএম ঘাটাল বিডিও অফিসে ডেপুটেশন দেয়।

তাদের দাবি ছিল, অবিলম্বে কৃষি বিল এবং শ্রম বিল বাতিল করতে হবে।এছাড়া আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা ব্লক অফিসে প্রকাশ্যে টাঙানোর দাবি জানায় দল। আগামী ৬ মাসের বিদ্যুতের বিল মুকুব করা, আগামী ছয় মাস বিনামূল্যে ১০ কেজি করে খাদ্যশস্য দেওয় সহ ২০০ দিনের কাজ দেওয়া, মনসুকাতে ঝুমি নদী এবং দেওয়ান চকে শিলাবতী নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ, পালপুকুর থেকে ঢলগোরা পর্যন্ত এবং ধাবা পুর থেকে বাংরাল পর্যন্ত বেহাল রাস্তা সংস্কার করা, বর্গাদার এবং পাট্টাদারদের হয়রানি না করে জমির রেকর্ড দেওয়া সহ ১৪ দফা দাবির ভিত্তিতে তারা বিডিও অফিসে ডেপুটেশন দেয়। ছিলেন সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক সাঁতরা, উত্তম মন্ডল।এছাড়াও ছিলেন সমীর হাজরা কল্যাণ দাস,কাশীনাথ দত্ত সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *