মেদিনীপুর পৌরসভায় সিপিএমের বিক্ষোভ ও ডেপুটেশন

আমাদের ভারত, মেদিনীপুর, ১২ জুন: শুক্রবার সকালে পৌর এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে মেদিনীপুর পুরসভায় যৌথ ভাবে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি দিল সিপিএমের মেদিনীপুর শহর পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটি। তাদের মূল দাবিগুলি ছিল, ঘূর্ণিঝড় আমফান পরবর্তী সময়ে ত্রাণ বন্টনে দুর্নীতি ও দলবাজি রোধ করা, কোন এলাকায় কে কী ক্ষতিপূরণ পাচ্ছেন তার তালিকা প্রকাশ করা, আসন্ন বর্ষায় ডেঙ্গির সমস্যা থেকে মুক্তির জন্য অগ্রিম ব্যবস্থা গ্রহণ, শহরের বিভিন্ন নিকাশী নালাগুলির সংস্কার, শহরের প্রবাসী শ্রমিকদের জন্য তৈরী বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে খাদ্য সরবরাহ ও স্বাস্থ্য বিধি রক্ষায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, শহরের যে সব রাস্তাঘাটে খানাখন্দ রয়েছে অবিলম্বে সেগুলোর সংস্কার করা ইত্যাদি।ডেপুটেশন দেওয়ার জন্য কমল ঘোষ, পাপিয়া চৌধুরী, সঞ্জয় সিনহা, সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুরসভার ভিতরে প্রবেশ করে।

অন্যদিকে সুকুমার আচার্য, মোহন দাস, পল্লব সরকার, মৃণাল সুর, ক্ষমা ভৌমিক, অভিজিৎ দে প্রমুখের নেতৃত্বে পুরসভার বাইরে শ্লোগান ও বিক্ষোভ চলতে থাকে। পৌর প্রশাসকের অনুপস্থিতিতে পুরসভার বড়বাবু ডেপুটেশন গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *