লকডাউনে মানুষকে বিভিন্ন সুবিধা দেবার দাবিতে সিপিএমের ডেপুটেশন

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ এপ্রিল:
লকডাউনে মানুষকে নানা সুযোগ সুবিধা দেবার দাবিতে বৃহস্পতিবার শান্তিপুর পৌরসভায় ডেপুটেশন দেয় সিপিএম।

লকডাউন ঘোষণার পরেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকা ঘোষণা করেছে রেশন সামগ্রী দেবার ব্যাপারে। ত্রাণ দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও। এবার সিপিএম দাবি করল শান্তিপুর পৌরসভা এলাকার প্রতিটি পরিবারকে বিনামূল্যে ৩৫ কেজি করে চাল, গম ও অন্যান্য খাদ্য সামগ্রী দিতে হবে। তাঁত, রাজমিস্ত্রি, বিড়ি, পরিবহন সহ অসংগঠিত শ্রমিকদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা করতে হবে। রেশন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি পরিবারকে মাস্ক, স্যানিটাইজার, সাবান দিতে হবে। শান্তিপুর পৌরসভা এলাকার বাজার, ব্যাঙ্ক, পোস্ট অফিস শান্তিপুর থানা ও সরকারি অফিস গুলি জীবাণুনাশক করতে হবে। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামো উন্নত করতে হবে। আইসোলেশন বিভাগ ও কোয়ারেন্টাইন সেন্টার চালু করতে হবে।

শান্তিপুরের সিপিএমের সম্পাদক সোমেন মাহাতো জানান, লকডাউনের পর প্রতিটা ওয়ার্ডে স্থানীয় ভিত্তিতে আমরা দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। এই মাসের ২০ তারিখের পর দলগত ভাবে আমাদের ত্রাণ গরিব দুঃস্থ মানুষদের কাছে পৌঁছে দেব। আমরা দলগতভাবে সমস্ত সমর্থকদের কাছে আবেদন করেছি, তারা তহবিলে অর্থ জমা দিচ্ছেন বিভিন্ন খাদ্য সামগ্রী জমা দিচ্ছে। সেটা আমরা ২০ তারিখের পর মানুষের মধ্যে বিতরণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *