
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জুন: ফের তৃণমূলে যোগদানের খবর পাওয়া গেছে কেশিয়াড়ি ব্লকে। এবার এক বামপন্থী নেতা সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির তৃণমূল অফিসে গিয়ে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ যোগ দিয়েছেন তিনি। কেশিয়াড়ি ব্লকের রবীন্দ্র ভবনে সাংবাদিক বৈঠক করার পরে ওই সিপিএম নেতা তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ স্বপন সিংহের হাতে তৃণমূলের প্রতাকা তুলে দেন কেশিয়াড়ির বিধায়ক-পরেশ মূর্মু, ব্লক সভাপতি অশোক রাউত সহ একাধিক তৃণমূল কর্মীরা।
সিপিএম নেতা জানান, তৃণমূল দলে থেকে মানুষের জন্য কাজ করব বলেই তৃণমূলে যোগ দিলাম।