
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: দুর্নীতিগ্রস্তদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। পাশাপাশি সবার জন্য শিক্ষা এবং সবার জন্য কাজের দাবিতে এবার পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ে পথে নামল সিপিএম। রবিবার বিকেলে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পশ্চিমবঙ্গে সাড়ে চোদ্দ লক্ষ কোথা থেকে এলো তার জবাব সরকারকে দিতে হবে। পশ্চিমবঙ্গের পুলিশ- প্রশাসন ও সরকার ব্যর্থ। তাই পশ্চিমবঙ্গ আজ বারুদের স্তুপে পরিণত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সভা থেকে এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন সিপিএমের নেত্রী মীনাক্ষী।
তিনি বলেন, কে শুভেন্দু? কে অভিষেক? তারা কি বলছে সেসব জেনে আমাদের কোনো কাজ নেই। সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ কি বলছে এটা নিয়ে আমাদের পথে নামতে হবে। এছাড়াও রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠতে দেখা যায় মীনাক্ষীদেবীকে।