ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে এনে বাম কর্মীদের চাঙ্গা করার চেষ্টা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৮ নভেম্বর: কর্মীদের চাঙ্গা করতে বামফ্রন্টের ডাকে আজ এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরে। বামফ্রন্টের এই সমাবেশে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তার দীর্ঘ বক্তব্যে রাজ্যের মানুষকে সতর্ক করে বলেন, তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না। তৃণমূলের বিকল্প একমাত্র বামফ্রন্ট। মানিক সরকার তার বক্তৃতায় ত্রিপুরার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, বিজেপি ভোটের আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল ত্রিপুরা তার একটাও পালন করেনি ঠিকভাবে। তাই তিনি এই রাজ্যের মানুষকে আবার ভুল না করার কথা বলেন। তিনি তার দীর্ঘ বক্তৃতায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন।

পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর মাঠে বামফ্রন্টের ডাকে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সম্প্রীতি ও জীবন জীবিকার স্বার্থে আজ এই সমাবেশ হয়। জেলায় বামফ্রন্টের কর্মী-সমর্থকদের চাঙ্গা করতেই এই সমাবেশ। সমাবেশের মূল বক্তা ছিলেন ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিএমের রাজ্য কমিটির সদস্যা দেবলীনা হেমরম। পূর্ব মেদিনীপুর জেলা সিপিএমের সম্পাদক নিরঞ্জন সিহি। সঙ্গে সিপিএমের নেতৃত্ব তরুণ রায়, অতনু সাহা, তাপস সিনহা। এছাড়াও আরএসপি জেলা সম্পাদক অমৃত মাইতি, বিধায়ক অশোক দিন্ডা।

চন্ডিপুর মাঠে প্রথমে গত ২৫ সেপ্টেম্বর এবং পরে তা বাতিল হয়ে ৯ নভেম্বর এই সভা হওয়ার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেই সভা বাতিল করতে হয়। বাতিল হয়ে যাওয়া বামফ্রন্টের সেই সমাবেশ আজ ১৮ নভেম্বর সোমবার চন্ডিপুরের বিনয় স্মৃতি ময়দানে অনুষ্ঠিত হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here